ইউনিয়নের ইতিহাস

এখলাছপুর চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার একটি আদর্শ ইউনিয়ন। এই  ইউনিয়নের আয়তন ৮৬৯৭ একর। বাংলাদেশের দুটো প্রধান নদী পদ্মা ও মেঘনা এই  ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত। মেঘনা নদীই এখলাছপুর ইউনিয়নকে দু-ভাগে  বিভক্ত করেছে, তৈরী করেছে পূর্ব এবং পশ্চিম এখলাছপুর। পূর্ব এখলাছপুরের  মধ্যে আছে এখলাছপুর, দক্ষিণ এখলাছপুর, হাসিমপুর এবং নয়ানগর। পশ্চিম  এখলাছপুরে আছে চরকাশিম, সস্তখন্ড, বোরোচর এবং খুনেরচর। এখলাছপুর ইউনিয়নের  জনসংখ্যা ২১১৮৩ (পুরুষ ১১২৯১ জন এবং মহিলা ৯৮৯২ জন)। সর্বমোট পরিবারের  সংখ্যা ৩৩৭১। এই ইউনিয়নের লোকজন খুবই শান্তিপ্রিয়। বিভিন্ন ধর্ম, পেশা ও  সংস্কৃতির মানুষ একসংগে বাস করে। এখলাছপুরে ১০০% সেনিটেশন ব্যবস্থা আছে।  এই ইউনিয়নে অনেক কৃতি সন্তান জন্মগ্রহন করেছে যারা বিভিন্ন সরকারী এবং  বেসরকারী প্রতিষ্ঠাণে কর্মরত আছেন। এই ইউনিয়নের লোকজন খুবই সরল। এ কথা  বলতে দিধা নেই যে, এখলাছপুর বাংলাদেশের একটি আদর্শ ইউনিয়ন